সেনবাগে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ককটেল হামলা অনুষ্ঠান পণ্ড ||

সেনবাগ নোয়াখালী প্রতিনিধি : সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়ের গাজীরহাট উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় আওয়ামীলীগ।

দিনটি উপলক্ষে বৃহষ্পতিবার দিনের প্রথম প্রহরে শহিদ বেদীতে বিভিন্ন পেশাজীবি, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সকালে গাজীরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে শরির চর্চা, মাঠ পাস, যেমন খুশি তেমন সাজ, সাংস্কৃতি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকে নোয়াখালী সোনাইমূড়ী আসনের ভোটবিহীন নির্বাচনে স্বঘোষিত এমপি মোর্শেদ আলমের ছেলে সাইফুল ইসলাম দীপু।

বিকেল ৫টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন শেষে প্রধান অতিথি সাইফুল ইসলাম দীপু যখন বক্তৃতা দেয়া শুরু করেন ঠিক সেই মূহুর্তে কে বা কারা অনুষ্ঠানকে লক্ষ করে ককটেল নিক্ষেপ করে, এতে করে অনুষ্ঠান উপস্থিত লোকজন, বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রীরা দিকবিদিক ছুটাছুটি করতে থাকে এবং ভয়ে আতংকে সাইফুল ইসলাম দীপু বক্তৃতা না দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যান ফলে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।

তাৎক্ষনিক  অনুষ্ঠানে উপস্থিত পুলিশ ও আওয়ামীলীগের নেতা কর্মীরা গাজীরহাট বাজার ও তার আশে পাশে অভিযান চালায় তবে কাউকে আটকের খবর জানা যায়নি।

এদিকে যুবলীগ ও ছাত্রলীগের কিছু কর্মীর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তারা বলে আমাদের কিছু কর্মী হয়তো মহান বিজয় দিবস উপলক্ষে ফোটকা বা বাজি ফুটিয়ে থাকতে পারে, কিন্তু প্রশাসনের দাবি ফোটকা বা বাজি নয় ককটেলেরর বিস্ফোরন ঘটেছে। এদিকে স্থানীয় জনসাধারণ বলছে ছাত্রলীগেরর অপর একটি গ্রুপ বিরোধী দলের উপর দোষ ছাপানোর জন্য এ ঘটনা ঘটিয়েছে।

এম এ এইচ মিল্লাত/ নোয়াখালী প্রতিনিধি/দৈনিক সেনবাগের কণ্ঠ/২৭ মার্চ ২০১৫।

Post a Comment

Previous Post Next Post