সেনবাগ প্রতিনিধি : আগামীকাল ২৯ শে মার্চ ২০১৫ রোজ রবিবার সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের বাতাকান্দী ও গোরকাটা গ্রামে এলাকাবাসীর উদ্দোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে সেনবাগ উপজেলার প্রাশাসন কর্তৃক ১৪৪ ধারা জারি করা হয়।
উক্ত মাহফিলে প্রাধান মেহমান ছিল মাওলানা তারেক মুনওয়ার সাহেব ও বিশেষ মেহমান হয়রত মাওলানা মোল্লা নাজিম উদ্দিন সােহব। মাহফিলে সভাপতিত্ব করার কথা ছিলো সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আহম্মদ চৌধুরী, শিল্পপতি হাসান মঞ্জু সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি বর্গ।
আজ সকালে মাহফিলের পেন্ডেল প্রস্তুতিকালে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়।
মাহফিল কতৃপক্ষ প্রশাসনের কাছে ১৪৪ ধারা কেন জারি করা হয়েছে জানতে চাইলে সেনবাগের প্রশাসনের পক্ষ থেকে বলা হয় উপরের নির্দেশে করা হয়েছে।
এদিকে মাহফিলকে ঘিরে এলাকাবাসির মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসির দাবি মাহফিল হতেই হবে। এ মাহফিল কোন দল বা ব্যক্তিরর নয়, এ মাহফিল হচ্ছে কোরআনের, এ মাহফিল হচ্ছে গোটা মুসলিম উম্মার।
এলাকাবাসির দাবী আগামীকালকের মাহফিলে ৫০ হাজারের বেশি মানুষ হওয়ার কথা রয়েছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি অবিলম্বে তাফসীর মাহফিলের জারিকৃত ১৪৪ ধারা প্রত্যাহার করে কোরআন প্রেমী মানুষদেরকে কোরআন শুনার ব্যবস্থা করে দিন। তা না হলে যে কোনো পরিস্থিতির জন্য আপনারা দায়ী থাকবেন।
এলাকাবাসি তৌহিদী জনতাকে হতাশ না হওয়ার জন্য বলেছেন, তারা বলেছে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সবাই দোয়া করুন।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২৮ মার্চ ২০১৫।