৪৪ তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সকাল ৯ টায় এক বর্ণাঢ্য র্যালী করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা। র্যালীতে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মাদ রেজাউল করিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইয়াসিন আরাফাত, মহানগরী সভাপতি এম শামীম ও সেক্রেটারী সিয়াম রেজা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মহানগরী অফিস সম্পাদক তোজাম্মেল হক, অর্থ সম্পাদক সোহেল রানা, প্রকাশনা সম্পাদক আশ্রাফ উদ্দিন, ছাত্রকল্যান সম্পাদক তাহসিন আহম্মেদ, এইচ আর ডি সম্পাদক ইমাম হুসাইন, স্কুল সম্পাদক ফায়জুর রহমন, মোঃ হাসান মাহমুদ, কলেজ সম্পাদক কুদরতুল আজমল ফাত্তাহ আজমল, প্রচার সম্পাদক এম বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
র্যালী পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মাদ রেজাউল করিম বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমরাষ্ট্র কিন্তু আজ স্বাধীনতার ৪৪ বছর পরও জাতিকে দ্বিধাবিভক্ত করার চক্রান্ত চলছে। সরকার আজ ইসলামকে স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবে দাড় করিয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অন্যান্য সকল ছাত্র সংগঠনের মত ছাত্রশিবির র্যালী, মিছিল-সমাবেশ করার বৈধ অধিকার রাখলেও সরকারের অগণতান্ত্রিক আচরণের কারণে প্রকাশ্যে র্যালী, মিছিল-সমাবেশ পালন করতে পারছেনা। স্বাধীনতার কথা শুধু মুখে বলে কিন্তুু বাস্তবে বিশ্বাসী নয়। সরকারের এ চক্রান্তের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহবান জানান।
দৈনিক সেনবাগের কণ্ঠ/২৬ মার্চ ২০১৫।