ঢাকা: জামায়াতে ইসলামীর আইনজীবী তাজুল ইসলামকে রাজধানীর পল্টন এলাকা থেকে পুলিশ আটক করেছে বলে সংবাদ পাওয়া গেছে।
তাজুল ইসলামের ভাই অ্যাডভোকেট তারিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে
৮টার দিকে পল্টনের চেম্বার থেকে সাদা পোশাকে পুলিশ তাকে নিয়ে যায়। এরপর
থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি। তার ফোন বন্ধ।
জামায়াত নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় তাদের পক্ষে আইনি লড়াই চালিয়ে আসছিলেন তাজুল।
তবে পুলিশ তাজুলকে আটকের কথা অস্বীকার করেছে।
যোগাযোগ করা হলে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পূর্ব জোন) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, ‘আমার কোনো টিম তাকে আটক করেনি।’
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, এ রকম কোনো তথ্য তার জানা নেই।
জামায়াত নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় তাদের পক্ষে আইনি লড়াই চালিয়ে আসছিলেন তাজুল।
তবে পুলিশ তাজুলকে আটকের কথা অস্বীকার করেছে।
যোগাযোগ করা হলে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পূর্ব জোন) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, ‘আমার কোনো টিম তাকে আটক করেনি।’
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, এ রকম কোনো তথ্য তার জানা নেই।
দৈনিক সেনবাগের কণ্ঠ/০৫ মার্চ ২০১৫
Tags:
নিউজ শীর্ষ