সেনবাগের গাজীর হাটে ২০ দলীয় জোটের বিজয় মিছিল ||

নোয়াখালী (সেনবাগে প্রতিনিধি) : বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে উন্নীত হওয়ায় বিজয় মিছিল করেছে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়ন গাজীরহাট ২০ দলীয় জোট বিএনপি- জামায়াত।

আজ মঙ্গলবার বিকেল ৪টায় ইউনিয়ন জামায়াত সভাপতি গিয়াসউদ্দিন মাঈন ও বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে গাজীরহাট বাজার বিএনপির অফিস থেকে বিজয় মিছিল শুরু হয়। মিছিলটি ফেনী - সোনাইমুড়ী সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে গাজীরহাট বাজারের মধ্যেখানে শেষ হয়।

মিছিলে অংশ গ্রহকারীরা একটি ব্যানার প্রদর্শন করেন। এসময় তারা আনন্দ প্রকাশ করেন। মিছিলের পরে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, সরকারের পতন ঘনিয়ে এসেছে। পতন এখন সময়ের ব্যাপার মাত্র। আপনারা রাজপথে থাকুক। অবৈধ সরকারকে বিদায় করেই ঘরে ফিরবো।

সমাবেশে এসময় উপস্থিত ছিলেন বিএনপির ইউনিয়ন সভাপতি সাখাওয়াত হোসেনে, শাহ আলম, জামায়াত নেতা সাহাব উদ্দিন, এম এ এইচ রায়হান, আমির হোসেন, সাইফুল ইসলাম মোস্তাফা, শহীদ উল্লাহ, যুবদল নেতা সাইফুল ইসলাম, সোহাগ প্রমুখ।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ মঙ্গলবার, ১০ মার্চ ২০১৫।

Post a Comment

Previous Post Next Post