স্বাধীনতা দিবসে পতাকা হাতে রাজপথে শিবির ||

ঢাকা: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় জাতীয় পতাকা শোভিত বর্ণাঢ্য র‌্যালিটি নগরীর বসুন্ধরা গেট থেকে শুরু হয়ে কুড়িল চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক রাকিব মাহমুদ।

সংক্ষিপ্ত বক্তব্যে রাকিব মাহমুদ বলেন, ‘স্বাধীনতার ৪৪ বছরেও আমরা প্রকৃত স্বাধীনতা উপলব্দি করতে পারিনি। দেশের রাষ্ট্রক্ষমতায় দেশপ্রেমিক শাসকের অনুপস্থিতিই এর মূল কারণ।’

তিনি বলেন, ‘আজ যারা দেশ ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলেন তারাই স্বৈরাচারী শাসকের হাতে নিগ্রহের শিকার হচ্ছেন। বর্তমান ক্ষমতাসীন সরকার স্বাধীনতাকে নিজেদের সম্পত্তি বানিয়ে নিয়ে এটাকে দিয়ে ব্যবসা করছে।’

তিনি আরো বলেন, ‘দেশে আজ বাক স্বাধীনতা নেই, রাজনৈতিক কর্মসূচি পালনের স্বাধীনতা নেই। ইসলামের পক্ষে কথা বললেই আজ স্বাধীনতাবিরোধী আখ্যা দিয়ে নির্যাতন করা হচ্ছে।’

বর্ণাঢ্য র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সভাপতি আনিসুর রহমান বিশ্বাস, সেক্রেটারি হাসান জারিফ, সাংগঠনিক সম্পাদক মাহমুদসহ মহানগরী ও স্থানীয় শিবির নেতাকর্মীরা।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২৬ মার্চ ২০১৫।

Post a Comment

Previous Post Next Post