সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের এনায়েত পুর গ্রামে যুব সমাজের উদ্যোগে ১২ই মার্চ ২০১৫ রোজ বৃহস্পতিবার বিকেল ৩টায় এনায়েত পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আল-কোরআনের কিংবদন্তি কোরআন গবেষক পাবনার অন্ধ হাফেজের আগমনে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে।
তাফসীর মাহফিলে প্রধান মেহমান হিসেবে তাফসীর পেশ করবেন, আলহাজ্জ্ব হযরত মাওলানা আলতাফ হোসেন চৌধুরী সাহেব (অন্ধ হাফেজ পাবনা)। বিশেষ মেহমান হিসেবে তাফসীর পেশ করবেন, হযরত মাওলানা মাছুম বিল্লাহ সাহেব, খতিব চরকৈলাশ লক্ষীপুর কেন্দ্রীয় জামে মসজিদ।
→যাতায়াত ব্যবস্থা : গাজীরহাট বাজার থেকে ২কি: মি: উত্তরে, বক্সগঞ্জ বাজার থেকে ৩কি: মি: দক্ষিণে, দরবেশের হাট বাজার থেকে ৪ কি: মি: পশ্চিম উত্তরে মাহফিলের স্থান।
সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।
দৈনিক সেনবাগের কণ্ঠ/১১ মার্চ ২০১৫/ সেনবাগ প্রতিনিধি।
Tags:
স্থানীয় সংবাদ