কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ ও রাষ্ট্র গঠন করতে যুবকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে : মাওলানা মাছুম বিল্লাহ ||

নোয়াখালীর সেনবাগ উপজেলার পৌরসভার অর্ন্তগত যুব সমাজের উদ্যোগে মাওলানা হাজীআবুদল বারিকের সভাপতিত্বে মাওলানা নাছির উদ্দিনের পরিচালনায় তাফসীরুল কোরআন মাহফিলে বিশেষ মুফাচ্ছির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ চরকৈলাস লক্ষীপুর জামে মসজিদের সন্মানিত খতিব আল্লামা হযরত মাওলানা মাছুম বিল্লাহ সাহেব কোরআনুল কারিম থেকে তাফসীর পেশ করেন।

মাহফিলে বিশেষ মেহমান কোরআন ও হাদীসের উদ্বৃতি দিয়ে বলেন, কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠার করে সন্ত্রাস চাঁদাবাজ, নাস্তিক মুক্ত সমাজ, রাষ্ট্র গঠন করতে যুবকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন আমরা নাস্তিক মুক্ত বাংলাদেশ চাই, আমরা কোরআন সুন্নার আইন প্রতিষ্ঠা করতে চাই। তিনি বলেন, আজ কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে চক্রান্ত চলচে।
আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিয়ে রিমান্ডের নামে নির্যাতন করা হচ্ছে। রাসুল (সাঃ) কে গালি দেওয়া হচ্ছে, সন্ত্রাস বলা হচ্ছে, মানুষ হত্যা করা হচ্ছে, তিনি বলেন, আজ যারা এ সকল ইসলাম বিরুধী কার্যকলাপ করছে তাদের বিচার না করে এক শ্রেণীর লোক তাদেরকে মদদ দিচ্ছে, তাদেরকে গ্রেফতার না করে আলেমদেরকে গ্রেফতার করা হচ্ছে, তিনি ঐ শ্রেণীর লোকদেরকে হুশিয়ারি করে বলতে চান, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন, নবী রাসুলদের জামানায় এ রকম নির্যাতন করা হয়েছে, আজও হচ্ছে, কিন্তু আল্লাহ তায়ালা সকল জালিমকে উচিৎ শিক্ষা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছন। আপনারাও যদি ইসলাম বিরুধীদের পক্ষ ত্যাগ না করেন আল্লাহর আযাব আর গজবের জন্য অপেক্ষায় থাকুন।

তিনি মাহফিলের উপস্থিতি সকলকে নাস্তিক মুক্ত দেশ গড়ার আহ্বান জানিয়ে কোরআনের ছায়াতলে সমবেত হয়ে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন।

পরিশেষে মুসলিম উম্মার জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করে মুনাজাত পরিচালনা করেন।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ১১  মার্চ ২০১৫।

Post a Comment

Previous Post Next Post