সেনবাগে আ.লীগ নেতার পদত্যাগ পত্র প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ ||

সেনবাগ: নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেনবাগ পৌর মেয়র আবু জাফর টিপুর দলীয় পদ থেকে পদত্যাগ পত্র প্রত্যাহারের দাবীতে রোববার দুুপুরে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দুপুর ১২টার দিকে সেনবাগ ডাক বাংলোর সামনে থেকে কয়েক’শ নেতাকর্মী বিভিন্ন শ্লোগান লেখা সম্বলিত ব্যানার ও পেষ্টুন সহকারে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিক্ষোভরত দলীয় নেতাকর্মীরা শহরের থানা চত্বরের প্রধান সড়কের উপর ঘন্টাব্যাপী অবস্থান করে প্রতিবাদ সভা করেন। এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

সেনবাগ কলেজ ছাত্রলীগের সাবেক সেক্রেটারী আশরাফুল আলম রানার সঞ্চালনায় অনুণ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সেক্রেটারী বাহার উল্ল্যাহ বাহার, যুগ্ম সম্পাদক খোন্দকার জহিরুল ইসলাম, সেনবাগ কলেজের সাবেক ভিপি মনিন উল্যাহ মানিক, উপজেলা যুবলীগ সভাপতি আমিরুল ইসলাম মোহন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফফুল ইসলাম বাবু, কলেজ ছাত্রলীগ সভাপতি আবুল হাসান তুহিন, পৌর ছাত্রলীগ সভাপতি বশির আহম্মদ, উপজেলা ছাত্রলীগ দপ্তর সম্পাদক রাকিব হায়দার, উপজেলা প্রজম্মলীগ যুগ্ম আহবায়ক সজিব, জেলা ছাত্রলীগের সদস্য গোলাম আফসার, উপজেলা ছাত্রলীগ নেতা ইফতেখার ছিদ্দিকী টিপু প্রমুখ।

প্রসঙ্গত: দলীয় সভাপতি আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরীর সঙ্গে দলীয় কর্মকান্ড নিয়ে মতবিরোধের কারনে উপজেলা আওয়ামী লীগের সফল সেক্রেটারী ও পৌরসভার মেয়র আবু জাফর টিপু গত ২৯ জানুয়ারি দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে জেলা আওয়ামীলীগ বরাবর একটি লিখিত পত্র প্রেরণ করেন। যার অনুলিপি দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি ও নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমৃুড়ি আংশিক) আসনের এমপি আলহাজ্ব  মোরশেদ আলমের নিকটও প্রেরণ করেন।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ১ ফেব্রুয়ারি ২০১৫।

Post a Comment

Previous Post Next Post