বিজাতীয় শিক্ষা ও সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলা ভাষাকে হেফাযত করতে হবে : সেনবাগে জামায়াত নেতা ||

মহান ২১ ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ হিসেবে সেনবাগের ৩নং ডমুরুয়া ইউনিয়নের হরিণকাটা পোলের গোড়া সংলগ্ন নতুন কুড়ি বর্ণমালা একাডেমী আয়োজন করে এক বর্ণাঢ্য র্র্যালী ও আলোচনা সভা।

উক্ত র্র্যালীতে উপস্থিত ছিলেন, নতুন কুড়ি বর্ণমালা একাডেমীর অধ্যক্ষ এম এ ইউসুফ, বিশিষ্ট সমাজ সেবক শ্রমিক নেতা এম এ কুদ্দুস, অভিবাবক সদস্য জামায়াত নেতা এম এ এইচ রায়হান, যুবলীগ নেতা উজ্জল, একাডেমী সদস্য মোর্শেদ আলম, একাডেমী সদস্য আবদুল মালেক, একাডেমীর শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী বৃন্দ।

আলোচনা সভায় জামায়াত নেতা এম এ এইচ রায়হান বলেন, ২১ ফেব্রুয়ারির মহান শহীদদের রক্ত ও ত্যাগের বিনিময়ে বাংলাভাষা রাষ্ট্রভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভ করেছে।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয়েছেন জাতি তাদের চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

আমি ভাষা আন্দোলনের মহান শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে দোয়া করছি।

তিনি আরো বলেন, বাংলা ভাষাকে সর্বস্তরে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা করে বিজাতীয় শিক্ষা ও সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলা ভাষাকে হেফাযত করার মাধ্যমে ভাষা আন্দোলনের মহান শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। তা হলেই ভাষা আন্দোলনের শহীদদের স্বপ্ন স্বার্থক হবে।

২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য প্রতি উদাত্ত আহ্বান জানান।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২১ ফেব্রুয়ারি ২০১৫।

Post a Comment

Previous Post Next Post