লগি বৈঠা হত্যাকাণ্ডের হুকুমের আসামি কে হবেন ? ||

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে হুকুমের আসামি করে হত্যা মামলার ঘটনা কে ইঙ্গিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল বলেছেন, হুকুমের আসামির বিচারের ব্যবস্থা হলে, লগি বৈঠা হত্যাকান্ডের হুকুমের আসামি কে হবেন ?

সোমবার রাতে তার ফেইসবুক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

ড.আসিফ নজরুল বলেন, আমার তো মনে হয় এটা নিরপেক্ষ ভাবে   চালু হলে আরও বহু হত্যাকান্ডের কারণে আওয়ামী লীগ আর বিএনপির সব বড় লিডারকেই জেলের ভাত খেতে হবে!

ক্রিমিনাল কেস যেহেতু তামাদি হয় না, তাই ১৯৭২ সাল থেকে হুকুমের আসামীদের বিচার শুরু হলে, অন্য দলের অনেক নেতাকেও জেলে যেতে হবে। দিলিপ বড়ুয়া টাইপের কিছু নেতা ছাড়া তখন দেশে আর কোনো রাজনীতিবিদ থাকবে বলে মনে হয় না।

দৈনিক সেনবাগের কণ্ঠ/

Post a Comment

Previous Post Next Post