অধ্যাপক গোলাম আযমের লেখা বইসহ নারী আটক ||

হাকিমপুর (দিনাজপুর): হিলিতে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের লেখা তিনটি বইসহ দলটির এক কর্মীকে আটক করেছে পুলিশ।

আটক নারীর নাম শাহারীমা আকতার (৪০)। তিনি  হাকিমপুর উপজেলার বিষাপাড়া গ্রামের রোস্তম আলী সরকারের স্ত্রী। রোস্তম আলী বিষাপাড়া মাদরাসার সুপার।

সোমবার সন্ধ্যা সাড় ৬টার দিকে হিলি বাজার থেকে বইগুলো ফটোকপি করার সময় দোকান থেকে আটক করে পুলিশ।

তার কাছ থেকে উদ্ধার করা বইগুলো হলো- রুকনিয়তের আসল চেতনা, সালাতুল রাসুল, মুশকাতুল কুলুব। বই তিনটিতেই লেখকের নামে লেখা আছে- অধ্যাপক গোলাম আযম।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ১৯ জানুয়ারি ২০১৫।

Post a Comment

Previous Post Next Post