বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মোহাং তারেক হোসাইনকে গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকা থেকে গ্রেপ্তার করে ডিভি কার্যালয়ে নিয়ে যায় পুলিশ।
তাকে গতকাল আটক করা হলেও এখনো কোর্টে চালান দেয়া হয়নি।
উল্লেখ্য আটকের ২৪ ঘন্টার মধ্যে কোর্টে চালান দেয়ার জন্য আইনি বাধ্যবাধকতা রয়েছে।
বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে বলে জানা গেছে।
ডিবি কার্যালয়ের গোপন সূত্রে পাওয়া খবরে জানা যায়, তাকে ব্যাপক নির্যাতন চালিয়ে বর্তমানে মৃতপ্রায় করে দেয়া হয়েছে।
এদিকে ছাত্রশিবিরের পক্ষ থেকে তার মুক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে। শিবির নেতারা বলেন, অবিলম্বে তাকে মুক্তি না দিলে পুরো দক্ষিণ চট্টগ্রাম অচল করে দেয়া হবে।
দৈনিক সেনবাগের কণ্ঠ/২৫ জানুয়ারি ২০১৫।
Tags:
জাতীয় নিউজ