ফেনী শহরের টেলিফোন ভবনের পাশে ৭টি পেট্রলবোমাসহ পৌর আ. লীগ নেতার ভাতিজা আজিম উদ্দিন (২৭) কে তার বাড়ি থেকে আটক করেছে পুলিশ। আটক আজিম ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল করিমের ভাতিজা ও ফরিদ আহাম্মদের ছেলে।
রোববার দুপুর ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটকের পর তার দেয়া তথ্য অনুযায়ী টেলিফোন ভবনের পেছন থেকে লুকিয়ে রাখা ৭টি পেট্রলবোমা, ১টি ককটেল ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
উদ্ধার অভিযানের সংবাদ পেয়ে জেলা পুলিশ সুপার রেজাউল হক দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিদর্শন করেছেন।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২৫ জানুয়ারী ২০১৫।
Tags:
জেলা সংবাদ