নোয়াখালী : ২০ দলীয় জোটের লাগাতার অবরোধে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছমিরমুন্সিরহাট ও সেবারহাট বাজারে ১৪টি সিএনজি চালিত অটোরিকশা ও পাঁচটি ট্রাকসহ ১৯টি গাড়ি ভাঙচুর করেছে অজ্ঞাতরা।
শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় এ ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় তারা ১২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
পরে এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ সেবারহাট বাজার থেকে তিন শিবির কর্মীকে আটক করেছে। আটককৃতরা হলেন, এনামুল হক,এয়াছিন ও রিয়াদ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুর থেকে জেলার সেনবাগ উপজেলার নোয়াখালী-ফেনী মহাসড়কে যানবাহন চলাচল ক্রমান্বয়ে বাড়তে থাকে।
বিকেলে উপজেলার সেবারহাট বাজারে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে অর্তকিতে হামলা চালিয়ে আটটি অটোরিকশা ও তিনটি ট্রাক ভাঙচুর করে অজ্ঞাতরা।
এদিকে সন্ধ্যায় উপজেলার ছমিরমুন্সিরহাট বাজারে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে হামলা চালিয়ে ছয়টি অটোরিকশা ও তিনটি ট্রাক ভাঙচুর করে।
সেনবাগ থানার ওসি মমিনুল ইসলাম তিনজনের আটকের সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি থমথমে বিরাজ করছে।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২৩ জানুয়ারী ২০১৫।