নোয়াখালী : সোনাইমুড়ী পৌরসভার নাওতলা গ্রামের ধান ক্ষেতে ইঁদুরের জন্য দেওয়া বিদ্যুৎ এর তারে জড়িয়ে আবদুর রহিম নামক এক যুবকের মৃত্যু ঘটেছে। খবর পেয়ে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ধান ক্ষেত থেকে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে। নিহত আবদুর রহিম (২০) সোনাইমুড়ী পৌরসভার নাওতলা গ্রামের আলি আজম ব্যাপারী বাড়ীর আবদুস সোবহানের ছেলে। সে সিরামিক মিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করত।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মাছ ধরার জন্য রহিম বাড়ী থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় সে পরিবারের লোক জনকে বলে যায় ফিরতে দেরি হলে মোবাইল করার জন্য। তার কথামত রাত সাড়ে ১০টার দিকে পরিবারের লোকজন রহিমের মোবাইলে একাধিক বার চেষ্টা করে তাকে পায়নি। পরে তারা রহিমকে চারদিকে খোঁজা খুঁজি করে। এক পর্যায়ে রাত ৩টার দিকে তাদের বাড়ীর পার্শ্ববর্তী সিরাজ মিয়ার ধান ক্ষেতের মধ্যে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে লোকজন থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয়রা আরো জানান, রহিমের প্রতিবেশী সিরাজ মিয়া ধান ক্ষেতের ফসল ইঁদুরের হাত থেকে রক্ষা করতে ক্ষেতের চারপাশে খোলা বিদ্যুতের ফাঁদ দিয়ে রাখে। মাছ ধরতে এসে ওই ফাঁদে জড়িয়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। সোনাইমুড়ী থানার ওসি জানান, মাছ ধরতে গিয়ে ইঁদুর মারার বিদ্যুতের তারের ফাঁদে জড়িয়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ও দু’পক্ষের সমযোতার মাধ্যমে মৃতদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক সেনবাগের কণ্ঠ/০৫ ডিসেম্বর ২০১৪