সেনবাগের ঢালুয়া গাড়ি ভাঙচুর ও গাছ কেটে পালিত হচ্ছে শিবিরের হরতাল ||

নোয়াখালী : নোয়াখালী শহর শিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রচার সম্পাদকসহ পাঁচ নেতাকে আটকের প্রতিবাদে শনিবার নোয়াখালীতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা ছাত্রশিবির।

হরতাল ঘোষনার পর শুক্রবার সন্ধ্যা থেকে জেলার সেনবাগ উপজেলার ফেনী - সোনাইমুড়ী মহাসড়কে সেনবাগ উপজেলার ঢালুয়া বাজারে কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকসহ গাড়ি ভাঙচুর করেছে অজ্ঞাতরা।

শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় এ ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় তারা ১০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যা থেকে জেলার সেনবাগ উপজেলার ফেনী - সোনাইমুড়ী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২৪জানুয়ারী ২০১৫।

Post a Comment

Previous Post Next Post