মাদকসহ আটক ২ জনকে ছিনিয়ে নিল ঢাবি ছাত্রলীগ ||

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল থেকে বিপুল পরিমাণ মদ ও বিয়ারসহ তিন জনকে আটক করে পুলিশ। তবে এর মধ্যে পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় দু’জনকে ছিনিয়ে নিয়েছে ছাত্রলীগ। পুলিশ ও প্রক্টর বিষয়টি নিশ্চিত করেছে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় পুলিশ এ অভিযান চালায়। এসময় ছাত্রলীগের নেকাতর্মীরা হল গেইটে পাহারা বসিয়ে ক্যাম্পাসে কর্তব্যরত সাংবাদিকদের হলে প্রবেশে বাধা দেয়।

প্রক্টর ও পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানা পুলিশ শনিবার রাত ১০টার দিকে ফজলুল হক মুসলিম হলে অভিযান চালায়। অভিযানের সময় ৩১১ ও ২০৯ নম্বর কক্ষ থেকে তিন কার্টন বিয়ার এবং তিন বোতল মদসহ রাশেদ, বাশার ও টুটুল নামে তিন ছাত্রকে আটক করে। তাদের হাতকড়া পরিয়ে থানার আনার সময় হল শাখা ছাত্রলীগ নেতাদের নেতৃত্বে হলের প্রায় দেড় শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী হাতকড়াসহ বাশার ও টুটুলকে ছিনিয়ে নেয়। পরে পুলিশ রাশেদকে থানায় নিয়ে যায়। রাশেদ পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। ছিনিয়ে নেয়া দুইজন বাশার (পদার্থ বিজ্ঞান, ৩য় বর্ষ), টুটুল। এ বিষয়ে শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে সহায়তা চাইলে আমরা তাদের সহযোগিতা করি। তিনজনকে আটক করেছিলাম। এর মধ্যে দুইজনকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছে শিক্ষার্থীরা। ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হলের দুইটি কক্ষে অভিযান চালাই। বেশকিছু বিয়ারসহ তিনজনকে আটক করা হয়েছিলো। তবে ছাত্রলীগের নেতারা দুই জনকে ছিনিয়ে নিয়েছে। ছিনিয়ে নেয়ার বিষয়টি অস্বীকার করে হল শাখা ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান বলেন, ছাত্রলীগ কাউকে ছিনিয়ে নেয় নি। তাহলে সাংবাদিকদের প্রবেশে কেন বাধা দেয়া হয়েছে জানতে চাইলে তিনি পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন। উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল থেকে দুই দফা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

উৎস- মানবজমিন/ ২৫ জানুয়ারি ২০১৫।

Post a Comment

Previous Post Next Post