নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামে শ্বশুর বাড়ির পুকুর থেকে বাহার উদ্দিন নামের এক জামাইয়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে। নিহত মো. বাহার উদ্দিন (৪৭) ফেনী জেলার সেকান্তরপুর গ্রামের হাফিজ উল্ল্যার ছেলে। তিনি আগে ডাকাত দলের সদস্য থাকলেও বর্তমানের ওই পেশায় নেই বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাহার উদ্দিন ২/৩দিন আগে তার শ্বশুর বাড়ি সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ইয়ারপুর গ্রামের তোফায়েল মিয়ার নতুন বাড়িতে বেড়াতে আসে।
সকালে স্থানীয় লোকজন তার শ্বশুর বাড়ির সামনে চৌধুরী গাজী জামে মসজিদের পুকুরের পানিতে বাহারের মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাহারের পা প্যারালাইসিস। ধারণা করা হচ্ছে ভোরের কোনো একসময় পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। নিহত বাহার উদ্দিনের বিরুদ্ধে ফেনীর দাগনভূঞা থানায় ডাকাতি মামলা রয়েছে বলে জানান তিনি।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২৫ জানুয়ারি ২০১৫।