একমাত্র কুরআনের অনুসরণের মাধ্যমেই সমাজে শান্তি আসবে : মোল্লা নাজিম ||

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা : একমাত্র কুআনের অনুসরণের মাধ্যমেই সমাজে শান্তি আসবে অন্য কোন পথে শান্তি সম্ভব নয়। ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ করলেই কেবল দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তি সম্ভব।

গতকাল রবিবার নোয়াখালীর সেনবাগ উপজেলার শহীদ নিজাম উদ্দিনের জন্মভূমি সেবারহাট বাজার থেকে দক্ষিণে পূর্ব শ্যামেরগাঁও আল আকসা মসজিদ প্রাঙ্গনে যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান মুফাচ্ছির যুব সমাজের হৃদয়ের স্পন্দন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ কুমিল্লা রেসকোর্স মসজিদে ক্বোবার সন্মানিত খতিব আল্লামা হযরত মাওলানা মোল্লা নাজিম উদ্দিন সাহেব প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

তিনি মুসলিম জাতির এই ক্লান্তিলগ্নে সকল ভেদাভেদ ভুলে দেশ ও ঈমান রক্ষায় দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মাহফিলে এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে শতশত মুসল্লির সমাগম হয়। দেশের শান্তি ও কল্যাণ কামনা করে আখিরী মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ কুমিল্লা রেসকোর্স মসজিদে ক্বোবার সন্মানিত খতিব আল্লামা হযরত মাওলানা মোল্লা নাজিম উদ্দিন সাহেব।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২৬ জানুয়ারি ২০১৫।

Post a Comment

Previous Post Next Post