সেনবাগে স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি ও সংবর্ধনা প্রদান ||

সেনবাগ প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার পরিকোট উচ্চ বিদ্যালয়ে ‘স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন – ২০০৯’ এর কর্তৃক আয়োজিত এস.এস.সি গণিত মডেল টেষ্ট ২০১৫ পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থী ও এস.এস.সি (২০১৪), জে.এস.সি, পি.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়। গত শনিবার বেলা ১১টায় পরিকোট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার বিশিষ্ট সমাজ সেবক ও বিএনপি নেতা জনাব সাখাওয়াত হোসেন, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম সুমন, জামাল উদ্দিন, মো: জাবেদ, বিএনপি নেতা গোলাপ হোসেন, কাজল, রুবেল ও বিশিষ্ট শিক্ষাবীদ সমাজ সেবক জনাব শহিদুল্লাহ শহিদ, পরিকোট উচ্চ বিদ্যালয়ের ও পরিকোট সরকারি প্রথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তবে ‘স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন – ২০০৯’ এর সাধারণ সম্পাদক জনাব সোহরাব হোসেন মাহাদী প্রতিষ্টানের লক্ষ্য গুলো উপস্থাপন করেন।

সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ গুলো হুবাহুব তুলে ধরা হলো :
১) এই সংগঠনটি একটি বেসরকারী স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণমূলক ও অলাভজনক এবং অরাজনৈতিক সংগঠন ।
২) গরীব শিক্ষার্থীর মাঝে কাগজ, কলম ও বই বিতারন।
৩) প্রতি বছর বৃত্তি প্রদান।
৪) বোর্ড পরীক্ষার পূবে শিক্ষার্থীদের পরীক্ষার সম্পর্কে বিভিন্ন টিপস দেওয়া।
৫) বোর্ড পরীক্ষায় A+ প্রপ্তদের সংবর্ধনা প্রদান।
৬) পথ শিশুদের মৌলিক চাহিদা নিশ্চিত করা ।
৭) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ।
৮) বাল্য বিবাহ বন্ধ ও কুসংস্কার থেকে সমাজে মুক্ত রাখা।
৯) নেশা ও মাদক থেকে তরুন প্রজন্মকে রক্ষা করা।
১০) শীত মৌসুমে গরীব অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ কর্মসূচী ।

‘স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন – ২০০৯’ এর সভাপতি মো: নিজাম উদ্দিন পরান, সহ-সভাপতি গাজী মো: নাজীম উদ্দিন, সাধারণ সম্পাদক মো: সোহরাব হোসেন মাহাদী ও প্রচার সম্পাদক মো: ইমরান হোসেন এর  অর্থায়নে ২০ জন মেধাবী দরিদ্র ছাত্রছাত্রীকে জনপ্রতি ১০০০ টাকা করে ২০০০০ টাকা বৃত্তি এবং জিপিএ-৫ প্রাপ্তদের সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়।

দৈনিক সেনবাগের কণ্ঠ/২৬ জানুয়ারি ২০১৫।

Post a Comment

Previous Post Next Post