দেশে গণতন্ত্র ও মিডিয়ার স্বাধীনতা নেই : শওকত মাহমুদ ||

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাংবাদিক শওকত মাহমুদ বলেছেন, ‘দেশে গণতন্ত্র নেই বলে মিডিয়ার স্বাধীনতা নেই। তাই আজ দেশব্যাপী সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছেন।’ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ‘গণমাধ্যমের উপর সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে’ এক মানববন্ধনে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

শত্তকত মাহমুদ বলেন, ‘আজকে দেশব্যাপী যে সহিংসতা ঘটছে আমরা তার পক্ষে নই, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে সহিংসতা সৃষ্টি করা হচ্ছে সে ব্যাপারে কেউ কিছু বলছে না।’ তিনি আরো বলেন, ‘তথ্যমন্ত্রী মিডিয়ার কয়েকজন মালিকদের ডেকে সহিংসতা প্রচার করতে নিষেধ করেছেন। যা গণমাধ্যমের জন্য হুমকি। কেউ যদি এসব সহিংসতা প্রচার করে তাহলে তার পরিণতি হবে সাংবাদিক সাগর-রুনির মতো।’ সাংবাদিকদের নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাড়ানোর আহবান জানান তিনি। মানববন্ধনে শত্তকত মাহমুদের সভাপতিত্বে দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

দৈনিক সেনবাগের কণ্ঠ/২৫ জানুয়ারি ২০১৫।

Post a Comment

Previous Post Next Post