বাদশাহ আব্দুল্লাহর ইন্তেকালে জামায়াতের শোক প্রকাশ ||

সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ আজ ২৩ জানুয়ারী নিম্নোক্ত শোকবাণী প্রদান করেছেনঃ-

“সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি। তাঁর ইন্তেকালে বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত। তাঁর ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন গুরুত্বপূর্ণ নেতা ও অভিভাবককে হারালো। তিনি মুসলিম বিশ্বের বিভিন্ন সমস্যার সমাধান এবং শান্তি ও উন্নতি এবং সমৃদ্ধির জন্য বিরাট অবদান রেখে গিয়েছেন। বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ভ্রাতৃত্বের বন্ধন শক্তিশালী করার জন্য তিনি অবদান রেখেছেন এবং বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করেছেন।

তাঁকে জান্নাতে উচ্চ মর্যাদা প্রদান করার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি এবং সৌদি আরবের নতুন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও রাজ পরিবার এবং সৌদি আরবের জনগণের প্রতি আমি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।” প্রেস বিজ্ঞপ্তি

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২৩ জানুয়ারি ২০১৫।

Post a Comment

Previous Post Next Post