আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের বুকে গুলি না চালানোর আহবান জানিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ। চলমান সঙ্কট কোনো ফৌজদারি অপরাধের সঙ্গে সম্পৃক্ত নয়। এটা রাজনৈতিক সঙ্কট।
তিনি বলেন, জনগণের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা ও দেশ থেকে অপরাধ নির্মূল করা আপনাদের পেশাগত দায়িত্ব। আপনাদের পেশাদারিত্ব বজায় রেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। জনগণের বুকে গুলি চালানো বন্ধ করুন।
বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মকবুল আহমাদ বলেন, কোনো দলের স্বার্থ রক্ষা আপনাদের দায়িত্ব নয়। অবৈধ, অনির্বাচিত সরকারের গদি রক্ষার জন্য গুলি চালানোর অসাংবিধানিক ও অমানবিক পথ থেকে বিরত থাকুন।
তিনি বলেন, ক্ষমতাসীন সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। শতকরা ৫ ভাগ ভোটারও এ সরকারকে ভোট দেয়নি। চলমান সঙ্কট সরকারের সৃষ্ট রাজনৈতিক। এটা আইনশৃঙ্খলার কোনো সমস্যা নয়।
ভারপ্রাপ্ত আমীর বলেন, নিরুপায় হয়েই ২০ দলীয় জোট অবরোধ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছে। সরকার আন্দোলনকে নস্যাৎ করতে পুলিশ প্রহরায় গাড়ি চালানোর ঘোষণা দিয়েছে। দুষ্কৃতকারীরা যানবাহনে পেট্রলবোমা নিক্ষেপ করে নারী, শিশু ও নিরীহ যাত্রীদের নির্মমভাবে হত্যা করছে। যানবাহনে এসব হামলাকারীদের গ্রেপ্তার না করে এর দায় বিরোধী দলের ওপর চাপানো রহস্যজনক।
সরকার আমাদের আহবানে সাড়া না দিয়ে জামায়াত-শিবিরের ওপর দোষ চাপিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চালিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে আওয়ামী লীগ। মানুষের জানমালের ক্ষতি করার রাজনীতিতে জামায়াত বিশ্বাস করে না। অতীতে যাত্রীবাহী বাসে গানপাউড়ার দিয়ে আগুন লাগিয়ে মানুষ হত্যা, বোমা নিক্ষেপ ও লগি-বৈঠার তাণ্ডব চালিয়ে মানুষ হত্যা, উল্লাস করা এবং পুলিশ খুনের অপরাজনীতি আওয়ামী লীগই করেছে।
জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে চলমান সন্ত্রাস, হত্যা ও নৈরাজ্যের সঙ্গে সম্পৃক্তদের শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহবান জানান তিনি। জামায়াতের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২৩ জানুয়ারী ২০১৫।