নোয়াখালী ব্যুরো : নোয়াখালী শহর শিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রচার সম্পাদকসহ পাঁচ নেতাকে আটকের প্রতিবাদে শনিবার নোয়াখালীতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা ছাত্রশিবির। শুক্রবার দুপুর ১২টার দিকে শিবিরের উত্তর জেলা সভাপতি মো. মায়াজ নোয়াখালীতে সকাল-সন্ধ্যা হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের হাউজিং এলাকার একটি মেসে অভিযান চালিয়ে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য ও নোয়াখালী শহর শিবিরের সভাপতি গিয়াস কামাল সাজু, সাধারণ সম্পাদক মাহবুবে এলাহী, প্রচার সম্পাদক আহসান উল্লাহ, কলেজ কার্যক্রম সম্পাদক মো. শামীম, ইমতিয়াজ আহম্মেদ বুলবুলকে আটক করে পুলিশ।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২৩ জানুয়ারী ২০১৫।
Tags:
নিউজ শিবির