সেনবাগ স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ||

সেনবাগ প্রতিনিধি : নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের একঝাক তরুন সংগঠক, উদীয়মান শিক্ষাবিদ, একটি আদর্শবাদী দলের নিবেদিত প্রাণ মুজাহিদ, ও খাঁটি দেশপ্রেমিকদের তত্বাবাধনে গঠিত "স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরাম" এর উদ্যোগে স্থানীয় এক মিলনায়তনে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরামের প্রচার সম্পাদক মোঃ আব্দুল গোফরান সেলিমের পরিচালনায়, তরুন সমাজ সেবক ও শিক্ষানুরাগী জনাব মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সামাজ সেবক রাজনীতিবিদ ও ব্যবসায়ী জনাব গিয়াস উদ্দিন মাঈন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, তরুন সমাজ সেবক ও শিক্ষানুরাগী জনাব মোঃ নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক প্রবাসী জনাব মোঃ পেয়ার আহম্মদ প্রমুখ।

উল্লেখ্য, অনুষ্ঠানে সেনবাগ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে নানা ধরণের শিক্ষা উপকরণ বিতরণ করেন। স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকে জানানো হয় তাদের ধারা প্রতিনিহত অব্যাহত থাকবে।

দৈনিক সেনবাগে কণ্ঠ/ ১৪ আগষ্ট ২০১৫।

Post a Comment

Previous Post Next Post