সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা : একমাত্র কুআনের অনুসরণের মাধ্যমেই সমাজে শান্তি আসবে অন্য কোন পথে শান্তি সম্ভব নয়। ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ করলেই কেবল দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তি সম্ভব।
গতকাল বুধবার নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের ডমুরুয়া গ্রামের দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে মাওলানা আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে এম এ এইচ রায়হানের পরিচালনায় তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান মুফাচ্ছির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার ফকীহ্ হযরত মাওলানা মুফতি আবদুল হান্নান সাহেব প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
প্রধান মেহমান, ভূমিকা ছাড়াই তোহিদী জনতার উদ্দেশ্যে বলেন, এক সময় গোটা দুনিয়া মুসলমানেরা শাসন করেছিল এই কোরআনের আইন দিয়ে। আর আজ মুসলমান গোটা দুনিয়ায় মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, জেলে বন্ধি হচ্ছে, অনেককে ফাঁসিও দেওয়া হচ্ছে। তার কারণ হিসেবে তিনি বলেন মুসলমান আজ কোরআন থেকে রাসুল (সা:) এর অনুসরণ থেকে দূরে সরে গেছে তাই। তিনি বলেন, সময় এসেছে মুসলমানদেরকে আবার সেই হারানো গৌরব পিরিয়ে আনতে হবে।
তিনি বলেন, আমাদের প্রত্যকের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত জীবনের সর্বক্ষেত্রে সৎ কাজ করতে হবে, আর অসৎ কাজে বাধা দিতে হবে তবে মনে রাখতে হবে আপনি যখনই অসৎ কাজে বাধা দিতে যাবেন তখন কেউ আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিবেনা ! তার প্রতিদানে আপনার উপর নেমে আসবে বর্বরোচিত অত্যাচার, নির্যাতন, আপনাকে ঝুলানো হবে ফাঁসিতে, আপনি হয়ে যাবেন তখন জংঙ্গী, মৌলবাদী শাসক গোষ্ঠী থাকবে তখন জালিমেরা। যেমন করেছিলো নবী রাসুলদের জামানায়। কিন্তু আপনাকে সকল অত্যাচার জুলুম, নির্যাতন, ধৈর্যেরর সাথে মোকাবেলা করতে হবে।
তিনি মুসলিম জাতির এই ক্লান্তিলগ্নে সকল ভেদাভেদ ভুলে দেশ ও ঈমান রক্ষায় দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। দিনব্যাপী মাহ্ফিলে তাফসীর পেশ করেন, চট্রগ্রাম আল জাবের ইনিষ্টিউটের প্রভাষক আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ আবদুল আলীম সাহেব, কানকির হাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা নিজাম উদ্দিন মিয়াজী সাহেব, মাওলানা নূরুল হুদা সাহেব, ডমুরুয়া দক্ষিণ পাড়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা জসিম উদ্দিন, গাজীরহাট উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক ও রাজনীতিবিদ এ. বি. এম. ছিদ্দিক সাহেব, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আবদুল বাকী ফরহাদ সাহেব, ইন্টিম্যাসী ডেভেলপার্স লি: (আই. ডি. এল) এর পরিচালক বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক সাবেক ছাতনেতা গিয়াস উদ্দিন মাঈন সাহেব, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক শাখাওয়াত হোসেন সাহেব, আতাউর রহমান সমির, গিসাস উদ্দিন রিপন, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাহফিলে এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে শতশত মুসল্লির সমাগম হয়। দেশের শান্তি ও কল্যাণ কামনা করে আখিরী মুনাজাত পরিচালনা করেন প্রধান মুফাচ্ছির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার ফকীহ্ হযরত মাওলানা মুফতি আবদুল হান্নান সাহেব।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২২ জানুয়ারী ২০১৫।