পুত্রশোকে কাতর খালেদা জিয়াকে হুকুমের আসামি করে নাশকতার মামলা ||

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোলবোমা ছুঁড়ে আগুন দেয়ার ঘটনায় তাকে হুকুমদাতা হিসেবে আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলাটি করা হয়েছে।

মামলার বাদী এসআই নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় ও কেন্দ্রীয় নেতাসহ মোট ৬৮ জনের নাম উল্লেখ করে শনিবার বিকেলে যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করা হয়েছে।

ছেলে হারানোর শোকে যখন মুহ্যমান সত্তুরোর্ধ্ব বয়সের খালেদা জিয়া, ঠিক তখনি নাশকতার মতো ঘটনার মামলায় আসামি করা হলো তাকে।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২৫ জানুয়াির ২০১৫।

Post a Comment

Previous Post Next Post