নিজাম হাজারীই একরাম চেয়ারম্যানের হত্যাকারী ||

ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীই ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান একরামুল হক একরামের হত্যাকারী বলে মন্তব্য করেছেন ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্ল্যাহ।

বুধবার দুপুরে সোনাগাজী পৌর শহরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এর আগে, গত ১২ ডিসেম্বর প্রকাশ্যে নিজাম হাজারীকে একরাম হত্যাকারী বলে ঘোষণা দেন এই এমপি।

সংবাদ সম্মেলনে নিজকে আওয়ামী লীগ নেতা দাবি করে হাজী রহিম উল্ল্যাহ বলেন, ‘নিজাম হাজারীর সিন্ডিকেট নেতারা বিভিন্ন সময়ে আমার কার্যালয়ে ভাঙচুর করতে গিয়ে বঙ্গবন্ধুর ছবিতে মূত্র ত্যাগ করেছেন। তাহলে তারা কেমন আওয়ামী লীগ ?’

তিনি বলেন, ‘নিজাম হাজারীর নেতাদের হাতে শুধু আমি নই, পুরো ফেনীবাসী জিম্মি। তার নেতাদের এক কোটি টাকা না দেয়ায় তারা আমার ওপর হামলা করছে, আমার নামে অপবাদ দিচ্ছে।’

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারীকে অদক্ষ নেতা উল্লেখ করে ও তার সিন্ডিকেট নেতাদের বিরুদ্ধে ১৮টি সুনির্দিষ্ট দুর্নীতি ও চাঁদাবাজির ফিরিস্তি তুলে ধরেন এমপি হাজী রহিম উল্ল্যাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সোনাগাজী পৌর আওয়ামী লীগের সভাপতি নুরুল আফসার, সাহাব উদ্দিন, আবদুল কাইয়ুম প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় ফেনী সার্কিট হাউজে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে যুবলীগ নেতাদের হাতে লাঞ্ছিত ও মারধরের শিকার হন এমপি রহিম উল্যাহ। ওই রাতে তিনি ঢাকায় চলে যান। এরপর গত ৯ ডিসেম্বর তিনি সোনাগাজী যাওয়ার পথে পুনরায় ফেনীর লালপুল ও সোনাগাজী জিরো পয়েন্টে তার গাড়ি বহরে হামলা করেন ছাত্রলীগ নেতারা।

উল্লেখ্য, বহুল আলোচিত ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে গত ২০ মে সকাল ১১টায় ফেনী শহরের একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে গুলি ও আগুনে পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ১৪ জানুয়ারি ২০১৫।

Post a Comment

Previous Post Next Post