নোয়াখালী ব্যুরো : বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব ও নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহানকে আটকের প্রতিবাদে জেলা ছাত্রদলের ডাকা হরতাল নোয়াখালীতে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চলছে।
এর আগে সকল ধরনের সহিংসতা রোধে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ২০দলীয় জোটের ২০নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের মধ্যে জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন জামায়াতের আমির কাজী হানিফ ও বিএনপির ১৯ কর্মী রয়েছে। এদিকে বুধবার সকালে হরতালের সমর্থনে জেলা শহর মাইজদির জজ কোট এলাকায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু হাসান মো. নোমান এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করে ২০দলের নেতাকর্মীরা। এছাড়া অবরোধ ও হরতালকে ঘিরে সকাল সাড়ে ১০টা পর্যন্ত জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ জানান, অবরোধ ও হরতালে সকল ধরনের নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থানে রয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থান’সহ বিভিন্ন সড়কে পুলিশের পাশাপাশি বিজিবি টহলে রয়েছে।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ১৪ জানুয়ারী ২০১৫।