রাজধানীতে জামায়াতের লিফলেট বিতরণ ডেমরায় গ্রেফতার ৪

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার হাজারীবাগে লিফলেট বিতরণ করেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মনজুরুল ইসলাম ভূঁইয়া
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেছেন, সরকার দেশকে মেধা ও নেতৃত্বশূন্য করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবেই যথাযথভাবে আইনী প্রক্রিয়া অনুসরণ না করেই শহীদ আব্দুল কাদের মোল্লাকে হত্যা করেছে। তারা একইভাবে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষনেতাদের নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করতে চায়। কিন্তু জনগণ সরকারের সে ষড়যন্ত্র কখনোই বাস্তবায়িত হতে দেবে না এবং দেশে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদের রক্তের বদলা নেবে।

তিনি গতকাল বুধবার রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী হাজারীবাগ থানা আয়োজিত শহীদ আব্দুল কাদের মোল্লাকে যথাযথভাবে আইনী প্রক্রিয়া অনুসরণ না করে পরিকল্পিত ভাবে হত্যার বর্ষপূর্তি উপলক্ষে জনগণের মধ্যে লিফলেট বিতরণ কালে একথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজারীবাগ থানা আমীর শেখ শরীফ উদ্দীন আহমদ, সেক্রেটারি আব্দুল বারী আকন্দ, জামায়াত নেতা মাসুমবিল্লাহ, মামুন, হারিস, জয়নাল, ছাত্রনেতা সোহেল ও মামুন প্রমুখ।

মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেন, সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে কথিত মানবতবিরোধী অপরাধের বিচারের নামে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষনেতাদের দীর্ঘদিন কারারুদ্ধ করে রেখেছে। মূলত সরকার দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ হয়ে নিজেদের অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতেই দলন-পীড়নের পথ বেছে নিয়েছে। কিন্তু জুলুম-নির্যাতন চালিয়ে অতীতের কোন স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তির শেষ রক্ষা হয়নি, আর আওয়ামী লীগেরও হবে না। তিনি সরকারকে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি পরিহার করে অবিলম্বে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতাদের নিঃশর্ত মুক্তি দিতে সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

আদাবর থানা : আদাবর থানার উদ্যোগে রাজধানীর ১৩ টি স্পটে লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়। নেতা-কর্মীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে নগরীর বিভিন্ন এলাকায় জনগণের মাঝে এ লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য ও আদাবর থানা আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন। উপস্থিত ছিলেন থানার নায়েবে আমীর আলী আকরাম মোহাম্মদ ওজায়ের, সেক্রেটারি আ ন ম হাসান নোমান, জামায়াত নেতা আজিজুল হক, ইমরান হাসান তারিফ,  কাজী আখেরুজ্জামান, মোজাম্মেল হোসেন সেলিম, আসাদুল্লাহিল গালিব ও দেলোয়ার হোসেন প্রমুখ।

এছাড়া রাজধানীর ধানমন্ডিতে ৫২, মতিঝিলে ২০, লালবাগে ৫২, উত্তরায় ৫৫, যাত্রাবাড়ীতে ১০৫, রমনায় ৭০ ও খিলগাঁওয়ে ৪৩ স্পটে জামায়াতের নেতা-কর্মীরা জনগণের মাঝে লিফলেট বিতরণ করে। এ সময় ডেমরায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করে।
প্রেস বিজ্ঞপ্তি।

Post a Comment

Previous Post Next Post