নোয়াখালীতে আওয়ামী লীগ ও যুবলীগ সংঘর্ষ : আহত-৭

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের খেলাফত বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আ’লীগ ও যুবলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দফায় দফায় ঘন্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৭ জন আহতের খবর পাওয়া গেছে। আহতরা হলো, সুমন (২৭) ও সোহেল (২৬), মিজান (২২) ও ফারুক (১৯) সহ উভয় পক্ষের ৭জন। এসময় সংঘর্ষকারী শাসকদলীয় ক্যাডাররা দুটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করে। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় ও বাজারের ব্যবসায়ীদের মাঝে চরম উত্তেজনা ও উৎকন্ঠা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিজয় দিবস উপলক্ষে সোনাপুর ইউনিয়নের খেলাফত বাজারে স্থানীয়দের উদ্যেগে সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাতে ইউপির বারুল গ্রামের এক মেয়েকে উত্যক্ত করাকে কেন্দ্র করে কালিকাপুর গ্রাম ও বারুল গ্রামের কয়েকজন যুবকের মাঝে কথা কাটাকাটি এবং হাতা-হাতির ঘটনা ঘটে। এর ঘটনার জের ধরে গতকাল দুপুর ১২টার দিকে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোশারফ ও যুবলীগের সদস্য সুমন গ্রুপ খেলাফত বাজারে এসে মুখোমুখি অবস্থান নিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধলে সুমন ও সোহেলসহ অন্তত ৭ জন আহত হয়। এসময় সংঘর্ষকারীরা বাজারের মহিন স্টোর ও লিটন ওয়ার্কসপ এ হামলা চালিয়ে ভাংচুর করে। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

সোনাপুর ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন সংঘর্ষের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে জানান, সংঘর্ষে লিপ্ত উভয় পক্ষই সন্ত্রাসী গ্রুপ। তারা আ’লীগ কিংবা যুবলীগের কোন পদে নেই।

সোনাইমুড়ী থানার (ওসি) আশরাফ উল ইসলাম জানান, আ’লীগের দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে পরিবেশ শান্ত রয়েছে।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ১৮ ডিসেম্বর ২০১৪,

Post a Comment

Previous Post Next Post