কাঁচপুর, নারায়ণগঞ্জ : ‘আজকে কাঁচপুরের এ জনসভা প্রমাণ করে দিয়েছে শেখ হাসিনার প্রতি জনগণের কোনো আস্থা নেই। জনগণ এ সরকারকে চায় না মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুরের বালুর মাঠে ২০ দল আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, দেশের সবকিছু সরকার খেয়ে ফেলেছে। এখন সুন্দরবন খাওয়া শুরু করেছে। সুন্দরবনকে ধ্বংস করতে শরু করেছে। এ সরকারকে এক দিনও থাকতে দেয়া যায় না।’
তিনি বলেন, এ সরকার হাজার হাজার মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। মিথ্যা মামলা থেকে খালেদা জিয়াকে, তারেক রহমানকেও বাদ দেয়া হয়নি। বিচার শুরু করেছে। হয়রানি করা হচ্ছে। তারেক রহমানকে দেশে আসতে দেয়া হচ্ছে না। সরকার বিরোধী দলের নেতাদের মিথ্যা মামলা দিয়ে হামলা করে হত্যা করে নির্যাতন করে রাজনীতি থেকে দূরে রাখতে চাচ্ছে যাতে পিতার স্বপ্ন বাকশাল কায়েম করতে চাচ্ছে। জনগণ একদলীয় শাসন মানবে না। সেজন্য খালেদা জিয়ার নেতৃত্বে সবাইকে আন্দোলনে শরিক হতে হবে।’
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ১৩ ডিসেম্বরর ২০১৪,