কারবালা হলেও আন্দোলনেই সরকার পতন - অধ্যাপক মুজিব

দেশে কারবালা হলেও আন্দোলনের মাধ্যমে এ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করা হবে বলে হুঁশিয়ারি দিয়েয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ।

শনিবার বিকেলে সোনারগাঁওয়ের কাঁচপুর বালুর মাঠে নারায়ণগঞ্জ ২০-দলীয় জোট আয়োজিত জনসভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন ।

অধ্যাপক মুজিব বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের প্রহসনের বিচারের মাধ্যমে বিচার ব্যবস্থাকে দেশে-বিদেশে কলঙ্ককিত করেছে সরকার । কামারুজ্জামান, নিজামী ও সাঈদীসহ জামায়াত নেতাদেরকে প্রহসনের বিচারের মাধ্যমে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে । তিনি বলেন, বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করার জন্য এ জালেম সরকার যুগ যুগ ধরে ইতিহাসে কলঙ্ককিত হয়ে থাকবে ।

নারায়ণগঞ্জের এ শীতলক্ষ্যা নদী আওয়ামী লীগ সরকারের গুম-খুনের রক্তাক্ত সাক্ষী দিচ্ছে বলেও মন্তব্য করে জামায়াতের এ শীর্ষস্থানীয় নেতা ।

তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি করার অধিকার এ ‘ভুয়া’ সরকারের নেই জানিয়ে তিনি বলেন, তারা বিনাভোটে ক্ষমতায় বসে আছে, তাদের অধিকার নেই দেশের এ প্রাকৃতিক সম্পদের মূল্যবৃদ্ধি করার । ইসলাম হেফাজত, ন্যায়বিচার ও শান্তির কথা বলে ক্ষমতায় এসে তারা (আওয়ামী লীগ) সম্পূর্ণ বিপরীত কাজ করছে বলেও অভিযোগ করেন অধ্যাপক মুজিব ।

এ সময় তিনি জামায়াত-শিবিরসহ কারাগারে আটক সকল রাজনৈতিক নেতাদের মুক্তি দাবি করেন তিনি ।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ১৩ ডিসেম্বর ২০১৪,

Post a Comment

Previous Post Next Post