খালেদার সমাবেশ যেন জনসমুদ্র

নারায়ণগঞ্জে খালেদা জিয়ার জনসভা পরিণত হয়েছে জনসমুদ্রে। কাঁচপুর বালুর মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে বাইরের আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে নেতাকর্মীরা। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে বেলা পৌনে ১টায় জনসভা শুরু হয়েছে। স্থানীয় নেতারা বক্তব্য রাখছেন।

এদিকে শনিবার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা ও পার্শ্ববর্তী অনেক জেলা থেকেই নেতাকর্মীরা কাঁচপুর বালুর মাঠে আয়োজিত সভাস্থলে জড়ো হতে থাকে। বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মিছিল সহকারে সমাবেশস্থলে আসে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রাক, বাস, টেম্পু, মোটসাইকেল, ভ্যান, রিকশাযোগে এবং পায়ে হেঁটে মানুষ জনসভাস্থলে আসছে।

তবে মাঠের একটি বিশাল অংশ জুড়ে অবস্থান নিয়েছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। তারা জামায়াত নেতা নিজামী, মুজাহিদ, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনসহ বিভিন্ন নেতার মুক্তির দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগান দিচ্ছেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিকেলে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। চেয়ারপারসনের প্রেস উইং সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাঁচপুরের সমাবেশে যোগ দেয়ার জন্য বেলা আড়াইটায় গুলশানের নিজ বাসভবন থেকে রওনা করবেন।

নয়াপল্টন, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, সাইনবোর্ড হয়ে চেয়ারপারসনের গাড়িবহর সরাসরি কাঁচপুর বালুর মাঠে পৌঁছবে।

এদিকে খালেদা জিয়ার জনসভার কারণে কাঁচপুর ব্রিজ এলাকায় প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে। কয়েক কিলোমিটার ধরে যানবাহন স্থবির হয়ে আছে।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ১৩ ডিসেম্বর ২০১৪,

Post a Comment

Previous Post Next Post