ঢাকা: নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে ২০ দলীয় জোটের জনসভায় যোগ দিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রওনা দিয়েছেন।
শনিবার দুপুর ২টা ২৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে তার গাড়িবহর জনসভার উদ্দেশ্যে রওনা দেয়। বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরটি নয়াপল্টন, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, সাইনবোর্ড হয়ে সরাসরি কাঁচপুর বালুর মাঠে পৌঁছবে। বিকেলে তিনি ওই জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।
এদিকে বেলা পৌনে ১টায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে জনসভা শুরু হয়। এখন স্থানীয় ও কেন্দ্রীয় জোট নেতারা বক্তব্য রাখছেন।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ১৩ ডিসেম্বর ২০১৪,
Tags:
নিউজ রাজনীতি