নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে ২০ দলীয় জোটের জনসভা শুরু হয়েছে। উপস্থিত নেতা-কর্মীরা মুহুর্মুহু স্লোগানে মুখরিত করে রেখেছেন সমাবেশস্থল। শনিবার দুপুর পৌনে ১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভা শুরু হয়। জনসভাস্থলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন। নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে এ জনসভায় নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন নেতা-কর্মীরা।
জানা গেছে, পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন নারায়ণগঞ্জ বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার। জনসভায় যোগ দিতে জোটনেত্রী দুপুর ২টায় কাঁচপুরের উদ্দেশ্যে তার গুলশানের বাসভবন থেকে রওনা দেবেন। ২ টা ৪০ মিনিটে তিনি জনসভা মঞ্চে উপস্থিত হবেন।
জনসভার সৌন্দর্য বাড়াতে পুরো এলাকায় দলের প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়াপারসন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ছবিসম্বলিত প্ল্যাকার্ড ব্যানার ফেস্টুন দিয়ে ছেয়ে ফেলা হয়েছে। এতে জোটের শরিক দল গুলোও পিছিয়ে নেই। রং-বেরঙের ব্যানারে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।বিএনপির চলমান আন্দোলনে সরকারবিরোধী আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে দেশব্যাপী ধারাবাহিক সফরের অংশ হিসেবে নারায়ণগঞ্জের কাঁচপুরে আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির চক্রান্ত প্রতিরোধ, গুম-খুন গুপ্তহত্যা বন্ধ ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে স্থানীয় ২০ দলীয় জোট এই জনসভার আয়োজন করেছে। খালেদা জিয়ার বক্তব্য প্রচারের জন্য জনসভাস্থল থেকে শুরু করে কাঁচপুর ব্রিজ পর্যন্ত অসংখ্য মাইক লাগানো হয়েছে।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ১৩ ডিসেম্বর ২০১৪,