নোয়াখালীর পৌরবাজারের সামনে পিকেটারদের ইটের আঘাতে শামসুন্নাহার নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। সোমবার সকাল পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি অটোরিকশা যোগে শিক্ষিকা শামসুন্নাহার নিজ বাসা থেকে নোয়াখালী প্রাইমারি টিচার্স ইন্সটিটিউটে যাচ্ছিলেন। অটোরিকশাটি মাইজদির পৌরবাজারের সামনে আসলে পিকেটাররা অটোরিকশাকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। এতে করে ওই শিক্ষিকা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত শামসুন্নাহারের বাড়ি লক্ষ্মীপুরে।
দৈনিক সেনবাগের কণ্ঠ/২৯ডিসেম্বর ২০১৪।
Tags:
নিউজ শোক সংবাদ