প্রযুক্তির কল্যানে এগিয়ে গেছে পৃথিবী। বইয়ের বদলে এখন এসেছে ই-বুক।
কম্পিউটার এর কাজ এখন হচ্ছে মোবাইলে এর থেকে পিছিয়ে নেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরও।
কর্মীদের ব্যক্তিগত রিপোর্ট বই নিয়ে টানা-হেচড়া করার দিন শেষ।
মাত্র ১ এমবি ওজনের একটি app ইন্সটল করলেই কর্মীরা নির্বিঘ্নে
রিপোর্ট রাখতে পারবে প্রতিদিন!
গুগল প্লে ষ্টোর এ শিবির লিখে সার্চ দিলেই যে কেউ ইনষ্টল করতে পারবে Personal Report নামক এই app টি।
শুধু তাই নয়! রিপোর্ট রাখতে ভূলে যাবারও উপায় নেই!
প্রতিদিন এলার্ম দেবে আপনার মোবাইল।
মনে করিয়ে দেবে রিপোর্ট রাখার কথা।
সেই সাথে মাসিক পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ করতে গাফিলতি করারও সুযোগ নেই।
কোন কাজ বাকী থাকলে সেটি বার বার মনে করিয়ে দেবে আপনার মোবাইল।
উৎস: শিবিরের অনলাইন
Tags:
নিউজ শিবির
কিভাবেই খুলব রিপোর্টে বই
ReplyDeleteপ্লে ষ্টোরেত সার্চ দিলাম। কিন্তু আসছে নাত
ReplyDelete