বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, বর্বর বাকশালী সরকার শহীদ আব্দুল কাদের মোল্লাকে হত্যা করেছে কিন্তু তার স্বপ্নকে হত্যা করতে পারেনি। শহীদের স্বপ্ন পূরণ করতে লাখো ছাত্রজনতা আজ প্রস্তুত। বাংলার জমিনে ইসলামকে চূড়ান্তভাবে বিজয়ী করার মাধ্যমেই শহীদের রক্তের প্রতিশোধ নেয়া হবে।
তিনি আজ ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার বার্ষিক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শাখা সভাপতি খালেদ মাহমুদের সভাপতিত্বে ও সেক্রেটারী দাইয়্যান সালেহিনের পরিচালনায় অনুষ্ঠানে শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
সেক্রেটারী জেনারেল বলেন, ধিকৃত মতবাদের অনুসারী আওয়ামীলীগ জামায়াতে ইসলামীকে আদর্শীক ভাবে মোকাবেলা করতে লজ্জাজনক ভাবে ব্যর্থ হয়েছে। তাই আইন আদালতকে ব্যবহার করে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যার মাধ্যমে নেতৃত্ব শুন্য করে ইসলামী আদর্শকে ধ্বংস করতে চাইছে। তারই অংশ হিসেবে সাজানো বিচারে অত্যন্ত নির্মম ভাবে হত্যা করা হয়েছে শহীদ আব্দুল কাদের মোল্লাকে। কিন্তু তার ফল হয়েছে উল্টো। দেশ বিদেশে বিবেকবান মানুষ, রাষ্ট্র ও সংস্থা এ হত্যাকান্ডকে মেনে নেয়নি। তাকে হত্যা করে আওয়ামীলীগ ধিক্কার ছাড়া আর কিছু পায়নি। কিন্তু ইসলামী আন্দোলন পেয়েছে চেতনার বাতিঘর। শহীদ আব্দুল কাদের মোল্লার হত্যাকান্ড ইসলামী আন্দোলনের কর্মীদের ভীত করেনি বরং ইসলামের চূড়ান্ত বিজয় অর্জনের লক্ষ্যকে আরও শানিত করেছে। আর বাতিলের পতনকে তরান্বিত করেছে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শহীদ আব্দুল কাদের মোল্লা চূড়ান্ত সফলতা অর্জন করেছেন শহীদি মৃত্যুর মাধ্যমে। কিন্তু তার স্বপ্ন পূরণের দায়িত্ব দিয়ে গেছেন ইসলাম প্রিয় ছাত্রসমাজের উপর। সুতরাং আজ কোন শোক নয় বরং ছাত্রশিবির নেতাকর্মীদের মধ্যে থাকতে হবে ইসলাম প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয়। আমরা হত্যার প্রতিশোধ হত্যার মাধ্যমে নেবনা বরং নাস্তিক্যবাদী আওয়ামীলীগের পতন ও শহীদের স্বপ্ন বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমেই নেব ইনশাআল্লাহ।
(মো. জামাল উদ্দিন)
কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।