শহীদ আব্দুল কাদের মোল্লার রক্ত বৃথা যায়নি - শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেন, বাংলার জমিন থেকে ইসলামী আন্দোলনকে নির্মূল করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই যুদ্ধাপরাধের বিচারের নামে নাটক সাজিয়ে আব্দুল কাদের মোল্লাকে হত্যা করেছে ধর্ম বিদ্ধেষী অবৈধ সরকার। কিন্তু তাদের স্বপ্ন সফল হয়নি। বরং শহীদের রক্ত বাংলার জমিনে ইসলামী আন্দোলনের ভিত্তিকে আরও মজবুত করেছে।

তিনি আজ ছাত্রশিবির আয়োজিত শহীদ আব্দুল কাদের মোল্লার প্রথম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। সেক্রেটারী জেনারেল আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুহসিনুল কবির, সমাজসেবা সম্পাদক মহিউদ্দিন, মানবাধিকার বিষয়ক সম্পাদক শাহ মো. মাহফুজুল হক, প্লানিং এন্ড ডেভোলপমেন্ট সম্পাদক শাহিন আহমেদ খান, কলেজ কার্যক্রম সম্পাদক রাশেদুল হাসান রানা, স্কুল কার্যক্রম সম্পাদক মসরুর হোসাইন।

শিবির সভাপতি বলেন, দেশ বিদেশে প্রশ্নবিদ্ধ ট্রাইবুনালে সাজানো মামলায় পরিকল্পিত ভাবে আব্দুল কাদের মোল্লাকে হত্যা করা হয়েছে। এ বিচারের প্রতি অনাস্থা জানিয়ে দেশের সচেতন মানুষ, জাতিসংঘ, ইউরোপিয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, অষ্ট্রেলিয়া, তুরস্কসহ বিভিন্ন দেশ ও মানবাধিকার সংস্থা হত্যাকান্ড থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহবান জানিয়ে ছিল। কিন্তু ইসলাম বিদ্ধেষী এ সরকার নাস্তিক্যবাদিদের খুশি করতে সম্পূর্ণ অন্যায় ভাবে ফাঁসি কার্যকর করে। সরকারের এ বর্বরতাকে ধিক্কার জানিয়ে ছিল বিভিন্ন দেশ ও সংস্থা। সরকার মনে করে ছিল কাদের মোল্লাকে হত্যা করে ইসলামী আন্দোলনকে দমিয়ে দিবে। কিন্তু তাদের এ স্বপ্ন পূরণ হয়নি বরং বুমেরাং হয়েছে। এই হত্যাযজ্ঞকে প্রত্যাখ্যান করে সেদিন দেশের ছাত্রজনতা রাজপথে নেমে এসেছিল। দেশ বিদেশের কোটি কোটি জনতা তার গায়েবানা জানাযা করেছে। বাংলার জনগণ এ হত্যাকান্ডের প্রতিবাদ স্বরুপ জামায়াত-ছাত্রশিবিরের আন্দোলনে স্বতস্ফুর্ত ভাবে অংশ গ্রহণ করেছে। যার প্রমাণ হয়েছে উপজেলা নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে। যে কোন সময়ের তুলনায় বাংলার জনগণ এখন জামায়াত-ছাত্রশিবিরের কর্মসূচির সাথে বেশি অংশ গ্রহণ করছে। যা প্রমাণ করে শহীদ আব্দুল কাদের মোল্লার রক্ত বৃথা যায়নি।

তিনি বলেন, বাতিল শক্তির বুঝা উচিৎ হত্যা করে, রক্ত ঝরিয়ে ইসলামী আন্দোলনকে নির্মূল করা যায়না। কারণ শহীদের রক্ত বৃথা যাবেনা এটা মহান আল্লাহ তায়ালার ওয়াদা। যার প্রমাণ বাংলার জমিনে হয়েছে। শহীদ আব্দুল কাদের মোল্লাসহ শত শহীদের রক্ত বাংলার জমিনকে উর্বর করেছে। সুতরাং ছাত্রশিবির নেতাকর্মীদের শহীদের শোককে শক্তিতে পরিণত করে লক্ষ্যপানে এগিয়ে যেতে হবে। প্রমাণ করতে হবে বাংলার জমিন ইসলামের বিজয়ের জন্য, কোন নাস্তিক্যবাদী শক্তির জন্য নয়।

মনির আহমেদ
কেন্দ্রীয় প্রচার সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

Post a Comment

Previous Post Next Post