ঐ সব মিছিলে আপনারা যাবেন না- আল্লামা সাঈদী

''আপনারা ঐসব মিছিলে যাবেন না, যে মিছিলে আল্লাহর তকবীর নাই। ঐসব নেতার পিছনে দৌড়াবেন না, যেসব নেতারা ওযু জানেনা, নামাজ জানেনা, কুরআন মানেনা। আমাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করেনা। যেসব নেতারা বাংলার জমিন থেকে ইসলামকে দূর করে দিতে চায়, সেই সব কপাল পোড়া নেতাদের জিজ্ঞাস করুন, এটা কি মুসলমানের দেশ না নাস্তিকের দেশ।

আপনি ঐ দলের নেতাদের পিছনে যাবেন যে দলের নেতাও নামাজী, কর্মীও নামাজী। নাস্তিকের জন্য আমরা বাংলার এক ইঞ্চি জমিনও ছেড়ে দেবনা। বাংলার এই জমিন শাহজালালের জমিন, শাহ মাখদুমের জমিন, ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজির জমিন। বাংলার এই জমিন কার্লমার্ক্স কিংবা মাওসেতুং এর নয়।''

-আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী।

Post a Comment

Previous Post Next Post