কমলাপুরে ট্রেন ও কাভার্ড ভ্যানের ভয়াবহ সংঘর্ষে নিহত ৫

ঢাকা : রাজধানীর কমলাপুরের টিটি পাড়ায় লেভেল ক্রসিংয়ে কাভার্ড ভ্যানের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে।

সোমবার দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। ভয়াবহ এ দুর্ঘটনায় পাঁচজন মারা গেছেন। নিহতরা সবাই ট্রেনের যাত্রী।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।

ফায়ার সার্ভিস ও অন্যান্য উদ্ধারকারী কর্মীরা জানান, নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনটিকে ধাক্কা দেয় দ্রুত গতিতে আসা বড় আকারের ওই কাভার্ড ভ্যানটি। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ ট্রেনটির একটি বগির ভেতর ঢুকে যায়। এতে দুমড়ে-মুচড়ে যাওয়া বগির ভেতর থাকা যাত্রীদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের যাত্রীদের অবস্থা কী সে সম্পর্কে তা এখনো জানা সম্ভব হয়নি। আশঙ্কা করা হচ্ছে, তারা মারা গেছেন।

চট্টগ্রাম পোর্ট অথরিটির সিনিয়র অফিসার রমজান আলী জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনটি দুপুর ১টায় নারায়ণগঞ্জ থেকে কমলাপুরে আসছিল। ট্রেনটি শানটিং গেট দিয়ে টার্মিনালে প্রবেশের সময় বিপরীত দিকে আসা এনএস কার্গো কন্টেইনার সিগনাল অমান্য করে ওই গেটে ঢুকে পড়ে।

রেলের অতিরিক্ত মহাপরিচালক আমজাদ হোসেন জানান, ট্রেনটি তার স্বাভাবিক গতিতেই স্টেশনে ঢুকছিল। কিন্তু কাভার্ড ভ্যানটি ট্রেনটির ইঞ্জিনের পরের বগির মাঝখানে আঘাত হানে। এতে বগিটি উল্টে যায়। ট্রেনটি চলমান থাকায় তা প্রায় ৭৫ ফুট সামনের দিকে টেনে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হরতাল থাকার কারণে নারায়ণগঞ্জ থেকে আসা ট্রেনটিতে প্রচুর যাত্রী ছিল। সেই সঙ্গে ইঞ্জিনের চারপাশেও ছিল প্রচুর যাত্রী।

উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান ও ট্রেনটি সতর্কতার সঙ্গে সরানোর চেষ্টা করছেন। তাদের আশঙ্কা, ট্রেনের বগির ভেতর আরো মানুষ হতাহত অবস্থায় আটকা পড়ে আছেন।

এ ঘটনার পর ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২৯ ডিসেম্বর ২০১৪।

Post a Comment

Previous Post Next Post