এটা তো আমি মনে করি সারা বাংলাদেশের জন্য একটা গৌরবের ব্যাপার, ইসলামী আন্দোলনের জন্য এভাবে একজন শীর্ষ স্থানীয় নেতা নিজে ফাঁসির দড়ি গলায় পরেছেন।
আমি লাষ্ট যেটা জানতে পেরেছি উনি (কাদের মোল্লা) নিজে গলায় রশি পরেছেন এবং এটা আসলে ইসলামী আন্দোলনের আমরা যদি ইতিহাস দেখি তাহলে এটাই হচ্ছে বাস্তবতা। যুগে যুগে বিভিন্ন নবী রাসুল ইসলামের জন্য ভয়ানক জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে বলে উল্লেখ করেছেন কাদের মোল্লার ছেলে।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ 13 Dec, 2014
Tags:
নিউজ রাজনীতি