বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, জামায়াত-ছাত্রশিবিরের বিরুদ্ধে আওয়ামীলীগ, নাস্তিক, বাম, রাম ও দেশ-বিদেশে সকল ষড়যন্ত্রের উদ্দেশ্য হচ্ছে বাংলার জমিনে ইসলামের প্রতিষ্ঠাকে প্রতিহত করা। কিন্তু তাদের এ ষড়যন্ত্র সফল হতে দেয়া যাবেনা। বাতিলের সকল ষড়যন্ত্রকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে লক্ষ্যপানে এগিয়ে যেতে হবে।
তিনি আজ ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা আয়োজিত বার্ষিক সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শাখা সভাপতি রেজাউল হক রিয়াজের সভাপতিত্বে এবং সেক্রেটারী এম শামিমের পরিচালনায় সমাবেশে মহানগরী সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সেক্রেটারী জেনারেল বলেন, বাতিল শক্তি ইসলামকে নিজেদের প্রতিদ্বন্ধী হিসেবে ধরে নিয়েছে। ইসলামী আন্দোলনকে বিনাশ করতে প্রকাশ্যে, গোপনে সব রকম ষড়যন্ত্রই তারা করে যাচ্ছে। অপকর্ম বাস্তবায়ন করতে ঘৃণিত ও প্রত্যাখ্যাত শক্তি গুলো এখন এক কাতারে দাঁড়িয়েছে। ষড়যন্ত্র বিস্তৃত করতে নিত্য নতুন কৌশল, নাটক ও ঘটনার জন্ম দিচ্ছে। কিন্তু তাদের এ ষড়যন্ত্র কিছুতেই সফল হতে দেয়া যাবেনা। কারণ দেশ ও ইসলাম বিরোধী এসব ষড়যন্ত্র সফল হওয়া মানে বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব ও ইসলামকে হুমকির মধ্যে ফেলে দেয়া। ইসলাম প্রিয় ছাত্রজনতা তা মেনে নেয়নি এবং মেনে নিতে পারেনা। বাতিল শক্তির সর্বগ্রাসী ষড়যন্ত্র থেকে নিজেরা যেমন সতর্ক থাকতে হবে তেমনি দেশবাসীকে সতর্ক করতে হবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র, হত্যা, জুলুম নির্যাতন নতুন কিছু নয় বরং ঐতিহাসিক বাস্তবতা। ইসলামে সৈনিকরা সকল ষড়যন্ত্রকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে বলেই ইসলাম টিকে আছে। সুতরাং আজও তার ব্যতিক্রম হবেনা। বাতিলের ষড়যন্ত্র মোকাবেলা করতে এক দিকে যেমন প্রতিরোধ আন্দোলন চালিয়ে যেতে হবে তেমনি নিজেদের সর্বক্ষেত্রে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। সমাজের সকল স্তরের ছাত্র জনতার কাছে ইসলামের আহবান পৌছানো, দেশ ও ইসলাম বিরোধী ষড়যন্ত্র সম্পর্কে সচেতন করা ও বাংলার প্রতিটি জনপদে সংগঠনের ভিত্তি মজবুতের মাধ্যমে বাতিল শক্তির ষড়যন্ত্রের উপয্ক্তু জবাব দিতে হবে।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ১৪ ডিসেম্বর ২০১৪।