কাজের ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনকে এগিয়ে নিতে হবে: শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেন, ধারাবাহিকভাবে কাজ করেই ছাত্রশিবির আজ এ পর্যায়ে এসেছে। কাজের এই ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনকে এগিয়ে নিতে হবে।

তিনি আজ ছাত্রশিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত বার্ষিক সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আজ সকাল ১০টায় রাজধানীর এক মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী তারেক আব্দুল্লাহ’র পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইয়াছিন আরাফাত, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম। ।

শিবির সভাপতি বলেন, আমাদের চলার পথে বাধার পাহাড় ছিল, কিন্তু সংগঠনের নেতাকর্মীরা সাহসের সাথে সকল বাধা মোকাবেলা করে ছাত্রশিবিরকে আরো শক্তিশালী করেছে। ছাত্রশিবির নেতাকর্মীরা প্রমান করেছে, এই সংগঠন যে কোন প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে পথ চলতে জানে। সরকার ছাত্রশিবিরের পথচলায় যত বাধা দিয়েছে, সব বাধাই সময়ের ব্যবধানে অকার্যকর প্রমানিত হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সময় যত গড়াবে ছাত্রশিবির ততই শক্তিশালী রুপে বাংলাদেশের মাটিতে আবির্ভূত হবে।
তিনি বলেন, ছাত্রশিবির বাংলাদেশকে সোনার বাংলায় রুপান্তরিত করতেই পরিকল্পিতভাবে কাজ করছে। আমরা সরকারের শত বাধা মোকাবেলা করেই একের পর এক গঠনমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছি। জালিম শাসকের চেয়ে জনতার শক্তি যে অনেক বড়, ছাত্রশিবিরের একের পর এক কর্মসূচি বাস্তবায়ন তাই প্রমাণ করে। জনবিচ্ছিন্ন সরকারের বিপরীতে জামায়াত-ছাত্রশিবির আজ জনগণের হৃদয়ের সংগঠনে পরিণত হয়েছে।
তিনি সমবেত সদস্যদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশকে ইসলামী কল্যান রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টায় আপনারা অগ্রসেনানী। আপনাদেরকে সচেতনভাবে ছাত্রসামজকে নেতৃত্ব দিতে হবে। বাংলাদেশকে ইসলামী কল্যান রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার প্রয়োজনীয়তা তাদের সামনে তুলে ধরতে হবে। ইসলামের সুমহান আদর্শ বাস্তবায়িত হলেই যে বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে, তা সকলের সামনে পরিস্কার করতে হবে। ব্যাপক দাওয়াতী কাজের মাধ্যমে মানুষের ইসলাম ও ইসলামী আন্দোলন সম্পর্কিত সকল ভুল ধারণা দূর করতে হবে।
শিবির সভাপতি ব্যস্ততার মাঝেও জ্ঞান অর্জনে মনোযোগী থাকতে সংগঠনের সদস্যদের প্রতি আহ্বান জানান।

মনির আহমেদ
কেন্দ্রীয় প্রচার সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

Post a Comment

Previous Post Next Post