চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের সামনে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে তাপস রায় নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আরও দুই জন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছে। রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত তাপস বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইভটিজিং করাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুটি সংগঠনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ওই ছাত্রলীগ কর্মী মারা যায়। আহতদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ১৪ ডিসেম্বর ২০১৪।
Tags:
নিউজ রাজনীতি