পাসওয়ার্ড : মুখ দিয়ে যাবে চেনা

যত সাধারণ পাসওয়ার্ড, হ্যাক হয়ে যাওয়ার আশঙ্কা তত বেশি। আর যত বেশি জটিল পাসওয়ার্ড তত বেশি ভুলে যাওয়ার আশঙ্কা। মোবাইল হোক বা পিসি বা ল্যাপটপ বা ই-মেইল, পাসওয়ার্ড মনে রাখাটা একটা ঝক্কির ব্যাপার। পাসওয়ার্ড ভুলে গেলে তা পুনরুদ্ধারের সুযোগ রয়েছে। কিন্তু এমন কোনো ব্যবস্থা হলে বোধহয় সবচেয়ে ভালো হতো যেখানে পাসওয়ার্ড ভুলে যেতে হতো না আর তা  পুনরুদ্ধারের দরকারই পড়ত না। সেই দিন অবশ্য বেশি দূরে নেই যেদিন আর আলফানিউমেরিক পাসওয়ার্ড দরকার হবে না। কারণ ‘ফেসলক’ মানে একটি নতুন পাসওয়ার্ড ব্যবস্থা চালু হতে চলেছে। যে ব্যবস্থায় আপনার কোনো বন্ধু বা পরিচিতের মুখই ব্যবহার করা হবে পাসওয়ার্ড হিসেবে। কারণ মনোবৈজ্ঞানিক গবেষণায় জানা গিয়েছে, মানুষ একই ধরনের বিভিন্ন ছবির মধ্যে থেকে নিজের পরিচিতকে সহজে খুঁজে পেতে পারে। ফেসলক হলো সেই নতুন প্রযুক্তি যেটি মনোবিজ্ঞানীদের সেই প্রস্তাব ব্যবহার করা হয়েছে।

সূত্র : সংবাদ প্রতিদিন।  

Post a Comment

Previous Post Next Post