পুলিশ ২৬ জুন চট্টগ্রাম জেলার লোহাগাড়া ও সাতকানিয়া, রংপুর জেলার মিঠাপুকুর, পীরগঞ্জ, পীরগাছা এবং রাজশাহী থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের অর্ধশতাধিক নেতা—কর্মীকে গ্রেফতার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, সরকারের দুঃশাসনের কারণে সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় পৌঁছে গিয়েছে। ক্ষমতার অপব্যবহার করে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে দলীয় কর্মীর ন্যায় ব্যবহার করে বিরোধী দলের উপর দমনপীড়ন চালিয়ে সরকার ক্ষমতায় থাকার অপচেষ্টা করছে। দেশের জনগণের জানমালের নিরাপত্তা বিধানের পরিবর্তে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় কর্মীদের দিয়ে সারাদেশে সন্ত্রাস সৃষ্টি করে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। সরকার রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে জাতির ঘাড়ে দৈত্যের মত চেপে বসেছে। সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। একইসাথে তিনি চট্টগ্রাম জেলার লোহাগাড়া ও সাতকানিয়া, রংপুর জেলার মিঠাপুকুর, পীরগঞ্জ, পীরগাছা এবং রাজশাহীসহ সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।
সরকার জাতির ঘাড়ে দৈত্যের মতো চেপে বসেছে : জামায়াত
Tags:
জাতীয় নিউজ