আসুন পরকালে নাজাত পাওয়ার আশায় ইসলামের আলোকে জীবন গড়ি - মাও : ফখরউদ্দিন আহম্মেদ।

রাজধানী ঢাকার যাত্রাবাড়ী গত ২১ ই জানুয়ারি ২০১৭ মাতুয়াইল ইসলামি সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত তাফসির মাহফিলে সুরা ওয়াকেয়াহ এর আলোকে কিয়ামতের চিত্র এই বিষয়ের উপর আলোচনা পেশ করেন মাওলানা ফখরউদ্দিন আহম্মেদ সাহেব।

তিনি ববলেন, দুনিয়া ক্ষনস্থায়ী আখেরাত চিরস্থায়ী। যারা দুনিয়ার সুবিধার্থে আখেরাতের বিরোধীতা করে কিয়ামতের দিন তারা ঠকে যাবে। আখেরাত মুখি একটি সমাজ  ব্যবস্থা ছাড়া মানুষ পরকালে নাজাত পাওয়ার মত জীবন গড়তে পারেনা। তাই আসুন পরকালে নাজাত পাওয়ার আশায় ইসলামের আলোকে জীবন গড়ি।

তিনি টানা ১৪ বছর যাবত এ  মাহফিলটি করে আসছেন।

Post a Comment

Previous Post Next Post